এলোমেলো কিছু ফটোগ্রাফি। (Some random photography.)..

in Incredible India2 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহ।



1000011938.jpg

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব। চলুন শুরু করি-


20250117_165114.jpg

20250117_171607.jpg


  • প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিড়ালের ঘুমন্ত অবস্থায় তোলা ছবি৷ আমি যখন এডমিশনে ছিলাম তখন, আমাদের মেসে একটা বিড়াল ছিল। ছাদে গেলেই বা এমনিতেও তার সাথে বেশ ভালো সাক্ষাৎ হতো। মাঝে মাঝে যখন ছাদে পড়তে যেতাম, দেখতাম সে বসে আছে। হঠাৎ একদিন ছাদে গিয়ে দেখি বিড়ালটা বেশ আরামে সকালের মিষ্টি রোদে শুয়ে আছে। আমি আবার ফোন বের করে কয়েকটা ছবি তুললাম। মনে হচ্ছিল যেন সে অনেক শান্তিতে ঘুমাচ্ছে। আমি গিয়ে একটু কথা বলতেই তার ঘুম ভেঙে যায়। এরপর নানা ধরনের অঙ্গ ভঙ্গি করতে থাকে। তার মধ্যে একটা হলো চোখ বন্ধ করে রাখা যেটা আপনাদের সাথে শেয়ার করেছি।

20250112_162613.jpg


  • চলুন দ্বিতীয় ছবিতে যাওয়া যাক। এটা হলো আমরা গাছের ছবি৷ শীতকালে যখন গাছের পাতাগুলো পেকে হলুদ হয়ে যায় এবং ঝড়ে পরে যেতে থাকে, ঠিক সেই মুহুর্তে তোলা এই ছবিটা। গাছটা আমাদের মেসের ঠিক পাশেই ছিল। ছাদে গেলে খুব সহজেই এর পাতা হাত দিয়ে ধরা যেত। পাতা অনেকটা ঝড়ে যাওয়ায় গাছটা দেখতে বেশ সুন্দর লাগতেছিল।

20250120_205445.jpg


  • তৃতীয় ছবিতে আসি৷ এটা তেমন কিছু না, আমরা অনেক সময় বাড়ীতে বা দোকানে থালা বাটি বেশ সুন্দর করে সাজিয়ে রাখি। এরকমই একটা ছবি। আমি একদিন বাজারে গিয়ে হালিম খাওয়ার জন্য একটা দোকানে দাড়িয়ে ছিলাম। সেখানে অনেকগুলো গোল বাটি এভাবে সাজিয়ে রাখা হয়েছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল, আমি আবার ফোনটা বের করে ছবি তুলে নিলাম। যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

20250124_164007.jpg


  • পরবর্তী ছবিতে আসি। ছবিতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তিনি হলেন একজন পুরাতন জিমিস ক্রয়ের লোক। একটা ভ্যানে করে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ভাঙরি বা পুরাতন জিনিস ক্রয় করে থাকেন। রাস্তার পাশ থেকে একদিন ছবিটা আমি তুলেছিলাম। প্রতিটা মানুষই জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। কেউ মেধা দিয়ে কেউ বা শারীরিক পরিশ্রম দিয়ে।

20250206_143828.jpg


  • উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা অনুষ্ঠান বাড়ীতে যে কাপড় দিয়ে সাজানো হয়, তার ছবি৷ এটাকে আমাদের এলাকার ভাষায় সামিয়ানা বলে। এগুলো বেশ সুন্দর ডিজাইন করা থাকে, যাতে দেখতে অনেক ভালো লাগে। কোথাও ফুল তৈরি বা কোথাও লম্বা ফিতার মতো।

20250215_185742.jpg


  • ছবিতে আপনারা একটা বিশাল আকৃতির টাওয়ার দেখতে পাচ্ছেন। যেটা লাইটিং করা আছে। এটা মূলত ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে নিমার্ণ করা টাওয়ার। রাতের বেলা এটা সাদা লাইটিং করা থাকে যার ফলে দেখতে অনেক ভালো লাগে। বই মেলাতে ঘুরতে গিয়ে ছবিটা তুলেছিলাম। সামনেই পুকুর মতো কেটে পানি রাখা। যার ফলে দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল।

20250222_153652.jpg


  • সর্বশেষ ছবিতে আসি। ঢাকা শহরে আসলে আমার যেন মনে হয় দমটা বন্ধ হয়ে যায়। বিল্ডিং ছাড়া যেন চোখে কিছুই পরে না। উঁচু উঁচু বিল্ডিং এ ভরা। চারিদিকে তাকালে গাছের পরিবর্তে আপনে দেখতে পাবেন বিল্ডিং। কিন্তু মানুস কর্মের জন্য এই শহরেরই বেশি ছুটে আসে। আমিও বর্তমানে আছি। মাঝে মাঝে মনে হয় গ্রামে চলে যায়, প্রকৃতির মাঝে কত সুন্দর জীবন কাটানো যায়। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ছবিটা ঢাকা শহর থেকে তোলা।

যাই হোক, আজকে আমার তোলা কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

1000007009.png

1000007010.gif

সবাইকে অনেক ধন্যবাদ আজকের পোষ্টটা পড়ার জন্য।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 2 days ago 

খুবই ভালো লাগলো আপনার এলোমেলো কিছু ফটোগ্রাফি দেখে এবং এর বিষয় সম্পর্কে জানতে পেরে, সেই সাথে আমি একটু গত বছর চলে গিয়েছিলাম গত বছর এমন টাইমে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভাসতেছে আপনার এই ছবিটা দেখে, ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য

 2 days ago 

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Loading...

Thank you for sharing quality content on Steemit.
You have been supported by the Team 04:

Captura de pantalla 2025-06-30 202646.png

Curated by: @fantvwiki

 yesterday 

Thank you

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 109428.41
ETH 2669.03
USDT 1.00
SBD 0.78