Better Life with Steem || The Diary Game || July 06, 2025

বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আমার গতকাল সারাদিন অর্থাৎ ৬ই জুলাইয়ের কার্যাবলী নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।


আজকে সকাল ৯টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। এরপর রোজকার মতো ফ্রেশ হয়ে নিয়ে এক কাপ চা বানিয়ে খেলাম। আমি আজকের খবরের কাগজটাও পড়ে নিলাম সেই সময়। তারপর আমি ব্রেকফাস্টের জন্য চাউমিন বানালাম। ঘরে কোনো সব্জী ছিল না, তাই শুধু ডিম দিয়েই আমি চাউমিন রান্না করলাম। বেশ কিছুদিন বাদে আজকে আমি ব্রেকফাস্ট করলাম। ঘরে পাকা আম ফুরিয়ে গিয়েছিল, তাই এরপর আমি অনলাইনে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে ২কেজি পাকা ল্যাংড়া আম অর্ডার করলাম। ৩০ মিনিটের মধ্যে অর্ডার ডেলিভারি দিয়ে গেলে আমি আমগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম।
আজকে আমার রান্না করার কোনো চাপ নেই। দিদি চিকেন কারি আর আমের চাটনি করে পাঠিয়েছে। তা দিয়ে আমার দুইবেলা হয়ে যাবে। তাই আমি আর সময় নষ্ট না করে ল্যাপটপ অন করে অনলাইনে কাজ করতে বসলাম। কিছুক্ষণ পর আমি স্টিমিটের জন্য ডেইলি ডায়েরী গেম লেখা শুরু করলাম। লেখার মাঝপথে আমি ইন্ডাক্সনে ভাত বসিয়ে দিলাম।


ডেইলি ডায়েরী গেম লেখা শেষ হয়ে গেলে আমি স্টিমিটে পোস্ট করে দিয়ে কাজের মাসীর জন্য অপেক্ষা করতে থাকলাম। মাসী এসে কাজ করে দিয়ে চলে যাওয়ার পর আমি স্নান করে নিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চের পর একটা পাকা ল্যাংড়া আম খেয়ে আমি যখন শুতে যাবো সেইসময় ফ্লিপকার্ট থেকে ওয়াশিং মেশিন ডেলিভারি করতে আসলো। আমার আগের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ওয়াশিং মেশিন ডেলিভারি নিয়ে ঘন্টাখানেকের জন্য ঘুমাতে চলে গেলাম।


বিকেল ৫টা নাগাদ ঘুম থেকে উঠে আমি এক কাপ চা বানিয়ে খেলাম। তারপর আমি পোশাক পরিবর্তন করে হাঁটতে বের হলাম। আজকেও আমি লেকের ধারে যাইনি, আধঘন্টার মতো সময় ধরে মেন রোড দিয়ে হেঁটে আমি আমার ফ্ল্যাটে ফিরে আসলাম। ঘরে ঢুকে সন্ধ্যে দিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম।
রাত ৯টা নাগাদ আমার কাজ শেষ হলে আমি আমার স্ত্রীর সাথে মোবাইলে কিছুক্ষণ কথা বললাম। তারপর আমি ইউটিউব ভিডিও দেখা শুরু করলাম। আজকে আমি বেশ কিছু গানের ভিডিও দেখলাম। আমি হিন্দি আর বাংলা পুরানো আর নতুন সব মিলিয়েই আজকে গানের ভিডিওগুলো দেখেছি।
এরপর রোজকার মতো দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। দিদি যে বিড়ালটাকে আমাদের পাড়ায় খেতে দিতো ও কয়েকদিন ধরে আসছে না। আমি শুনেছি যে ও ৩টে বাচ্চা দিয়েছে কিন্তু কোথায় দিয়েছে কে জানে! এর আগে তো বেশ কয়েকবার আমার ঘরে মিনি বাচ্চা দিয়েছিল।
যাইহোক, এরপর দিদি বাড়ী ফিরে গেলে আমি ডিনার করে নিলাম আর ডিনারের পর একটা পাকা আম খেলাম। তারপর ঘুম পেয়ে গেলে আমি বেডরুমে ঘুমাতে চলে গেলাম।
তো বন্ধুরা এই ছিল আমার ৬ই জুলাইয়ের দিনলিপি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

X share: https://x.com/PijushMitra/status/1942260519941120312