Better life with steem || The Diary Game || 07 July 2025||

in Incredible Indiayesterday
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-07-07_22_18_10.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG20250707165359.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তারের পরামর্শে কিছু ব্যায়াম করে পোল্ট্রি ফার্মে চলে আসি অনেকদিন পর প্রায় ৭ দিন পর, এতদিন অসুস্থ থাকার কারণে আমার কাজ গুলো করতে পারি নাই।

সমস্ত কাজ আব্বু-আম্মু দুজন মিলেই শেষ করছে এখন মোটামুটি ওষুধ খেয়ে একটু সুস্থ তাই কাজে সহযোগিতা করার জন্য চলে আসি যাবতীয় টুকটাক কাজগুলো শেষ করি।

আব্বু আম্মু খাদ্য দেওয়া শেষ হয়ে গেলে আম্মু আমি পানির পাইপ পরিষ্কার করতে থাকি আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল দুজন মিলে তাড়াতাড়ি করে
পানির পাইপ পরিস্কার করা শেষ করে ফেলি পাশাপাশি আব্বু ফ্লোর পরিষ্কার করতে ছিল সেই কাজে সহযোগিতা করি।

আব্বুর কাজ শেষ হয়ে গেলে মুরগির পাইপে পানি দিয়ে দেয়। পোল্ট্রি ফার্মের বাহিরে কিছু কাজ ছিল সেগুলো আব্বু আম্মু করবে তাই আমাকে বাড়িতে পাঠিয়ে দেয় বেশি কাজ করতে আব্বু মানা করেন।

আমাকে বাড়িতে এসে, আমি ফ্রেশ হয়ে নেই সকালে হালকা কিছু খাবার খেয়ে কিছু সময় রেস্ট নেই, তারা পোল্ট্রি ফার্মে কাজ শেষ করে বাড়িতে আসলে আব্বু সরাসরি বিল করে চলে আসে। মাছদের কে খাদ্য দেওয়ার জন্য।

IMG20250707165038.jpg

IMG20250707170220.jpg

আমিও আব্বুর সাথে চলে আসি মাছের খাদ্য বিল পাড়ে নিয়ে আসি। নৌকা দিয়ে বিলের মাঝে মাচায় নিয়ে চলে আমি চলে আসি বাড়িতে দুইদিন যাবত এই রোদ এই বৃষ্টি গরম কিছুটা কম তাই আর পোল্ট্রি ফ্যান চালু করে লাগছে না।

IMG20250707165804.jpg

বাড়িতে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি মোবাইল নিয়ে সময় পার করতে থাকি সকালে খাবার তৈরি হয়ে গেলে আম্মু ডাক দেয় খাওয়া দাওয়া করে।

IMG20250707165333.jpg

গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে যায় খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই। এখন মোটামুটি কাজ নেই ঘন্টা খানিক এর মতোন কোয়েল পাখি থাকলে তো একটু কাজ থাকতো এখন এটা বিক্রি করে দেওয়ার পর মোটামুটি কাজ আমার পক্ষ থেকে অনেক টায় কমে গেছে।

IMG20250707181610.jpg

মোবাইল নিয়ে বসে সময় পার করতে থাকি ডিম তোলার সময় হলে আমি আর আম্মু পোল্ট্রি চলে যায় ডিম তোলার জন্য দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তোলা শেষ করি। শিং মাছের পুকুরের কাজ শেষ করে বাড়িতে এসে গোসল করে রুমে এসে শুয়ে মোবাইল সময় পার করতে থাকে।

IMG20250707170419.jpg

দুপুরে খাওয়া দাওয়া সময় হলে আম্মু খাওয়া দেওয়ার জন্য ডাক দেয় খাওয়া দাওয়া করেন কিছু সময় রেস্ট নিয়ে আব্বু আম্মুর সাথে চলে আসি পোল্ট্রি ফার্মে, তারা মুরগী দের কে খাদ্য দিতে থাকে আমি ডিম তুলি পাশাপাশি মুরগিদেরকে পানি দিয়ে ।

IMG20250707165047.jpg

IMG20250707165247.jpg

তাদের আগে আমার কাজ শেষ হয়ে যাই আমি বিল পারে এসে বসে থাকি আব্বু আসলে মাছদেরকে খাবার দেওয়া শেষ করে বাড়িতে চলে আসি। ফ্রেশ হয়ে বিল পাড়ে মাচায় বসে থাকি , কাঁঠাল গাছে একটি পাকা কাঁঠাল পেরে ওখানেই কয়েকজন মিলে খাই।

IMG20250707170141.jpg

সন্ধ্যা একটু আগে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে আসি বাড়িতে এসে সন্ধ্যার কাজে আম্মুকে সহযোগিতা করি কাজ শেষ হলে রুমে এসে বসে থাকি।

ল্যাপটপে কিছু কাজ করি তার পাশাপাশি একটি মুভি দেখি। মেডিসিন খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

আজকের পোস্ট এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Loading...

SPOT-LIGHT TEAM: Your post has been voted on from the steemcurator07 account.

Thank you for your valuable efforts! Keep posting high-quality content for a chance to receive more support from our curation team.

WhatsApp Image 2025-06-29 at 15.12.51_2f3c3c85.jpg

 19 hours ago 

Dear sir,
@muzack1

Thank you so much

CURATOR 8
Congratulations!

Your post has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags


1000061832.png

Curated by : @edgargonzalez

 19 hours ago 

Dear sir,
@edgargonzalez

Thank you so much

 16 hours ago 

প্রথমে বলব অনেকটা খুশি হলাম শুনে এখন অনেকটা সুস্থ আপনি আছেন এবং আরো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠুন খুবই দ্রুত এই কামনা করি এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন আপনি খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।

সাত দিন অসুস্থ থাকার পরে কিছুটা সুস্থ অনুভব করার পর আপনি নিজেদের বাসার কাজের সহযোগিতা করার জন্য আব্বু আম্মুর ওখানে গিয়েছেন এবং তাদেরকে আপনি সহযোগিতা করেছেন যাই হোক আপনার এই অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 109181.70
ETH 2625.61
USDT 1.00
SBD 0.76