Better Life with Steem||The Diary Game|| 05 July 2025||

in Incredible Indiayesterday (edited)

IMG_20250705_161038.jpg

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে উঠে সরাসরি টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসি । যেহেতু আজ শনিবার ছিল, তাই স্কুল বন্ধ ছিল। তবে আজও প্রাইভেট ক্লাস ছিল।তাই সকালের খাবার সম্পূর্ণ করে নয়টার দিকে স্কুলে যাই।

IMG_20250705_152745.jpg

আজকের প্রাইভেট ক্লাস শুরু হয় সকাল ৯টা থেকে। প্রথম ব্যাচটি চলে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচটি চলে সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

স্কুলে গিয়ে যথাসময়ে প্রাইভেট ক্লাস শুরু করি। ক্লাস শেষ হয় দুপুর ১২টার দিকে। যেহেতু আজ স্কুলে ক্লাস নিতে হয়নি, তাই প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ভাতিজার দোকানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। এরপর যাই দাদার দোকানে।

IMG_20250705_152830.jpg

আজ প্রচণ্ড গরম থাকায় ক্লান্ত বোধ করছিলাম। তাই দাদার দোকান থেকে একটি স্পিড কিনে খাই। স্পিড খাওয়ার আগে একটি ছবি তুলে রাখি, যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20250705_152805.jpg

এরপর কিছুক্ষণ দাদার দোকানে বসে থেকে বাড়ি চলে আসি। বাড়ি ফিরে দেখি আমার পোষা বিড়ালটি পাটির ওপর সুন্দরভাবে শুয়ে আছে। দৃশ্যটা দেখে খুব ভালো লেগে যায়। তাই সেই সুন্দর মুহূর্তটির একটি ছবি তুলে রাখি যা, আপনাদের সাথে শেয়ার করা হলো।

ছবি তোলার পর আমি নিজেও পাটির ওপর বসে বিড়ালের সঙ্গে খেলায় মেতে উঠি। কারণ, বিড়াল আমার খুবই প্রিয়। এটি আমার নিজস্ব পোষা প্রাণী।এরপর

দুপুরে যখন খাওয়ার সময় হয়, তখন পরিবারের সদস্যরা আমাকে খেতে ডাকে। আমি দুপুরের খাবার সম্পূর্ণ করি। এরপর আসরের আগ পর্যন্ত বাড়িতে বিশ্রাম করি।

আসরের আযান হলে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষে মন ভালো করার জন্য আমি ও আমার ছোট ভাই সবুজ প্রকৃতির মাঝে ঘুরতে বের হই।

IMG_20250705_152847.jpg

ঘোরাঘুরির সময় রাস্তার পাশে দেখি একটি ছেলে সাইকেলের ওপর বসে রয়েছে, পা মাটিতে। সেই দৃশ্যটিরও আমি একটি ছবি তুলে রাখি।সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম।

সন্ধ্যার আগে আমরা বাড়িতে ফিরে আসি। বাড়ি এসে দেখি গাছ থেকে পাকা কাঁঠাল পাড়া হয়েছে। সবাই কাঁঠালের কোয়া দিয়ে মুড়ি খাচ্ছে। আমরাও সেই সময় বাড়িতে গেলে আমাদেরকেও মুড়ি ও কাঁঠাল দিলে আমরা খেয়েছিলাম।খাওয়ার আগে একটা ছবি ও তুলে রাখি। খাওয়ার একটু পরে মসজিদে

মাগরিবের আযান হলে অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষে আজ আর কোথাও না গিয়ে সরাসরি বাড়িতে ফিরে আসি।

বাড়ি ফিরে নিজের রুমে কিছুক্ষণ বসে থাকি। সময় কাটছিল না, তাই মোবাইলে ইউটিউবে একটি নাটক দেখতে বসি। নাটকটি প্রায় এক ঘণ্টা দেখি। নাটক দেখে রাত সাড়ে আটটায় পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খাই।

রাতের খাবার শেষে আজ মোবাইলে বেশি সময় না দিয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘুমিয়ে পড়ি।


এই ছিল আমার সেই দিনের সকল কার্যক্রম।আশাকরি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই মন্তব্য করে জানাবেন।সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 109181.70
ETH 2625.61
USDT 1.00
SBD 0.76