অনলাইন জুয়া ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের,,,?
![]() |
---|
আজকের যুগে ইন্টারনেট আমাদের জীবনে অনেক সুযোগ এনে দিয়েছে ঘরে বসেই আমরা পড়াশোনা করতে পারি,,,?চাকরির জন্য আবেদন করতে পারি এমন কি ব্যবসাও করতে পারি,,,? কিন্তু দুঃখের বিষয় হলো এই ইন্টারনেট এখন অনেকের জন্য বিপদও হয়ে দাঁড়িয়েছে,,,? বিশেষ করে অনলাইন জুয়া এখন ছোট্ট ছোট্ট ছেলে দের কে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে,,,? আমার এক চাচাতো ভাই আছে তার নাম সুজন খুব ভালো ছেলে ছিলো এক সময়,,,? এবং পড়াশোনা মোটামুটি ভালো ছিলো সবার সাথে ভদ্র ব্যবহার করত কিন্তু কিছু দিন ধরে সে আগের মতো নেই,,,?
সব সময় মোবাইল নিয়ে বসে থাকে চাচির কাছে শুনেছি রাত জেগে অনলাইনে কিছু একটা করে,,,? আর দিনভর ঘুমায় আমি তাকে আমার কাজের কথাও তাকে বলেছিলাম কিন্তু সে রাজি ছিলো না,,,? এবং শুরুতে কেউ কিছু বুঝতে পারেনি এবং সবাই ভাব ছিলো হয়তো কোনো ভিডিও দেখছে,,,? কিন্তু ধীরে ধীরে দেখা গেলো সে আসলে অনলাইন জুয়া খেলছে ছোট খাটো বাজি ধরার মাধ্যমে শুরু করেছিল,,,? তারপর ধীরে ধীরে বড় বড় অ্যাপে ঢুকে পড়েছে প্রথম দিকে কিছু টাকা জিতে সে খুব খুশি হয়ে পড়ে,,,? মনে করেছিলো এভাবে সহজেই অনেক টাকা উপার্জন করা যাবে,,,?
কিন্তু আসল বিপদ শুরু হলো তখন যখন সে হেরে যেতে শুরু করল এক বার হারলে মনে হয় পরের বার জিতবো,,,? তাই এই আশাতে আবার টাকা লাগিয়ে দেয় আবার হারলে আরেক বার চেষ্টা করে,,,? এভাবে করতে করতে সে হাজার হাজার টাকা হারিয়ে ফেলে পরিবারের জমানো টাকা,,,? এবং নিজের পড়াশোনার খরচ সব চলে যায় এই জুয়ার পেছনে,,,? এমন কি মা বাবার চুরি করে সে ঘরের জিনিস পত্র বিক্রি করেও টাকা জোগাড় করেছে,,,? সুজনের পরিবার এখন খুব বিপদে আছে তার বাবা এক জন সাধারণ চাকরীজীবী,,,? মাস শেষে কোনো রকমে সংসার চলে এখন সেই সংসারে ঝামেলা লেগে গেছে,,,? মা সব সময় কাঁদে বাবা হতাশ হয়ে পড়েছেন তারা ভাবতে পারেননি সুজন এমন কাজ করতে পারে,,,?
![]() |
---|
অনলাইন জুয়া এখন খুব লোভ হয়ে গেছে মোবাইলে ইন্টারনেট থাকলেই অ্যাপ ডাউনলোড করে যে কেউ খেলতে পারে,,,? একদম ছোট ছেলে মেয়েরাও এতে জড়িয়ে পড়ছে প্রথমে খেলার মতো মনে হয়,,,? পরে সেটা নেশার মতো হয়ে যায় এক বার ঢুকে পড়লে বের হওয়া খুব কঠিন,,,? এই অনলাইন জুয়ার সব চেয়ে বড় বিপদ হলো এটি মানুষকে ধীরে ধীরে ভেঙে যায়,,,? টাকার ক্ষতি তো আছেই তার পাশা পাশি মানসিক সমস্যাও দেখা দেয়,,,? হতাশা রাগ ঘুমের সমস্যা সব কিছু মিলিয়ে এক জন মানুষ একে বারে বদলে যায়,,,? পরিবার পড়াশোনা বন্ধু বান্ধব সব কিছু ধ্বংস হয়ে যায়,,,?
আমরা যারা এখন ও এই জিনিস থেকে দূরে আছি আমাদের সচেতন হওয়া খুব জরুরি,,,? এই বিপদ যে কারো জীবনে আসতে পারে অনেক সময় আমাদের বন্ধুরা লোভে পড়ে এই জিনিসে চলে যায়,,,? একটু খেললে কিছু হবে না এই কথাটা দিয়ে শুরু হয়,,,? আর তারপর ধীরে ধীরে জীবন টাই পাল্টে যায়,,,? সুজন এখন অনেক কষ্টে আছেন সে এখন বুঝতে পারছে কতো বড় ভুল করেছে,,,? কিন্তু তত দিনে অনেক ক্ষতি হয়ে গেছে তার পড়াশোনা পিছিয়ে গেছে,,,? তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে সমাজের সামনে মুখ দেখাতে ও লজ্জা পাচ্ছে,,,?
![]() |
---|
আমি চাই না আর কেউ এমন অবস্থায় যাক এজন্য দরকার পরিবার শিক্ষক এবং সমাজের সহযোগিতা,,,? ছোট থেকে আমাদের সন্তানদের বোঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ,,,? ইন্টারনেটের ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিক ও আছে,,,? এই সত্যটা জানাতে হবে এবং আমার মনে হয় সরকার কেও কঠোর পদক্ষেপ নিতে হবে,,,? এই ধরনের অনলাইন অ্যাপ যাতে সহজে পাওয়া না যাই তার জন্য নিয়ন্ত্রণ দরকার,,,? পাশাপাশি মিডিয়াতে সচেতন মূলক প্রচার বাড়ানো উচিত বলে মনে হয়,,,? সব চেয়ে বড় কথা হলো নিজের সচেতন আমরা নিজেরাই যদি বুঝি,,,? কোন জিনিস আমাদের ক্ষতি করতে পারে তাহলে সেটা কে এড়িয়ে চলা সহজ হয়,,,?
জুয়া কোনো সমাধান না বরং এটি একটি ধ্বংসের রাস্তা আজ যারা খেলছে,,,? কাল তারা হয়তো বা সুজনের মতো কাঁদবেন,,,? তাই সময় থাকতে আমাদের সাবধান হতে হবে পরিবার কে ভালোবাসতে হবে,,,? নিজের জীবন কে গুরুত্ব দিতে হবে,,,? একটা ভালো ভবিষ্যৎ গড়তে হলে আমাদের সঠিক পথ বেছে নিতে হবে,,,? অনলাইন জুয়ার মতো ফাঁদ থেকে দূরে থাকা সেই প্রথম পদক্ষেপ নিতে হবে,,,? সুখী হতে টাকা দরকার কিন্তু সেটা সঠিক ভাবে উপার্জন করেই সম্ভব,,,? অল্প সময় খুঁজতে গিয়ে জীবন টাকে নষ্ট করা কোনো বুদ্ধি মানের কাজ বলে আমার মনে হয় না,,,?সুজনের ভুল যেনো আর কারো জীবনে না আসে এইটা আমার প্রার্থনা,,,?
Upvoted! Thank you for supporting witness @jswit.