নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন
আমি ব্যক্তিগতভাবেই এমন একজন মানুষ যে সবসময় নিজেকে একটু ছোট করে দেখি। এটা আমার একটি ব্যক্তিত্ব। তবে এরকম ব্যক্তিত্ব হওয়াটা ঠিক নয় বলার মনে করি। আমি সব জায়গায় নিজেকে একটু ছোট করে দেখি। নিজেকে একটু কম ভাবতে থাকি। জানি না এটা আমার জন্য কতটুকু ইফেক্টিভ তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তিগত পার্সোনালিটি রয়েছে এবং সেই বিষয়টা ধরে রাখতে হবে।
আমি জানিনা আমার পার্সোনালিটি আসলে কেমন! কিংবা কোন কোন বিষয়ে ঘাটতি রয়েছে। তবে আমি এতোটুকু জানি আমি প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলি এবং নিজেকে অনেকটা ছোট ভাবি। এতে করে আমার মধ্যে অহংকারের বিষয়টা খুব বেশি একটা দেখা যায় না, কিংবা নিজের প্রশংসা করার বিষয়টাও খুব বেশি একটা দেখা যায় না। প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা ধরনের রয়েছে। তবে যদি কোন ক্ষেত্রে নিজের মান সম্মানের উপরে টান পড়ে সে ক্ষেত্রে আপনার পার্সোনালিটি থেকে বের হয়ে আসতে হবে এবং যতটুকু দরকার শুধুমাত্র ততটুকুই জবাব দিতে হবে।
আমি এমন অনেক মানুষ দেখেছি যে সকল মানুষের আসলে নিজের কোন অস্তিত্ব নেই কিন্তু তারা এমন একটি পার্সোনালিটি নিয়ে থাকে যেন তারাই সকল ক্ষমতার অধিকারী এবং তিনি সবকিছু কন্ট্রোল করছেন। এই বিষয়গুলো আমার ব্যক্তিগতভাবেই অনেক খারাপ লাগে, যদিও সে বুঝতে পারে না যে তার বিষয়গুলো মানুষ ভালোভাবেই বুঝতে পারছে। আপনার কি মনে করেন? আপনার আশেপাশে কি এমন কোন মানুষ রয়েছে? যদি থেকে থাকে তাহলে অবশ্যই মন্তব্যে জানাতে পারেন যদিও তার নাম মেনশন করার দরকার নেই। ধন্যবাদ।