অন্যকে বিবেচনা করার আগে নিজের পাশে তাকান
আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে। যেসব মানুষের নিজেদের ভুল ভ্রান্তিগুলো না দেখে অন্যের ভুল ভ্রান্তি কিংবা অন্যান্য বিষয়গুলো নিয়ে গবেষণা করে। একে অপরের সাথে আলোচনা করে। এক কথায় আমাদের বাংলা ভাষায় যদি বলি তাহলে গীবত করা বলা হয়। আমাদের ইসলাম ধর্মেও এই গীবত জিনিসটাকে অনেক বেশি খারাপ চোখে দেখা হয়। আপনারা কি করছেন, না করছেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো যখন আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন তখন তারা এই বিষয়টিকে বানিয়ে আরো অন্যভাবে উপস্থাপন করবে, সে ক্ষেত্রে কিন্তু লস আপনারই।
জীবনে ভালো কিছু করতে চাইলে অবশ্যই নিজের অবস্থান শক্ত করতে হবে। নিজের পরিস্থিতি বুঝে নিজের জীবনকে সুন্দর করে তুলতে হবে, এ বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। একটা সত্যি কথা কি জানেন, আমরা সব সময়ই নিজেদেরকে ভালো জানি এবং নিজেদেরকে সবসময়ই অন্যের কাছে ভালো উপস্থাপন করি। এটা আমাদের ধর্ম এবং এটাই হওয়া উচিত। তবে এর পাশাপাশি আমাদের যে সব ভুল রয়েছে যেসব খারাপ কাজ বা খারাপ অভ্যাস আমাদের রয়েছে সেসব বিষয় কিন্তু আমরা নিজেরাও অনেক বুঝতে পারি না, কিংবা মাঝেমধ্যে বুঝেও সেগুলোকে শুধরানোর চেষ্টা করি না। এই বিষয়টা কিন্তু আসলেই অনেক খারাপ।
লক্ষ রাখতে হবে আমরা নিজেদের দিকে যেন বেশি বেশি তাকাই। নিজেদের দিকে তাকালে হয়তো আমাদের নিজের ভুলগুলো আমাদের চোখের সামনে চলে আসবে। এতে করে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারব। অন্যকে কোন উপদেশ কিংবা জ্ঞান দেওয়ার আগে নিজেদের দিকে ভালো ভাবে তাকাতে হবে। নিজের জীবনে আমাদের কি ঘটছে, সেই বিষয় গুরুত্ব দিতে হবে। অন্যের কথা খুব বেশি ঘাটাঘাটি করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।