আঁখি জলে ভাসে আমার ওই বিরহ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কিছু কিছু ঘটনার যেমন কোনো বিশ্লেষণ হয় না।ঠিক তেমনটাই কিছু কিছু ব্যাপার এর কোনো সমাপ্তি বা ভূমিকাও হয় না।তবে ভাবতে বেশ অবাক লাগে কারণ পৃথিবীর মানুষ থেকে শুরু করে ঝড়,জল সবকিছুর ই শেষ ও শুরু রয়েছে।তবুও তার মাঝে নানার জনের নানান মত।আমার মতামত টাও অনেকটা তেমনটাই ধরতে পারেন আরকি।আসলে কিছু কিছু সুন্দর মূহুর্ত থাকে যে মূহুর্ত গুলো জীবনে সুখের পরশ ছুঁইয়ে যায় খুব দ্রুত।কিন্তু সে সুখের অনুভূতি যে কখন কিভাবে শুরু হয় আমরা তা কেও যেনো টের পাই না।ঠিক তেমনটাই বিরহ ও।

বিরহের জ্বালা যন্ত্রণা অশান্তি যাই বলি না কেনো।তাতে আদতে বিরহের ছিটেফোঁটা ও যে প্রকাশ করা যায় না তা মানুষ এর চেয়ে ভালো আর কে ই বা বলতে পারে!সত্যিই কি বিরহ প্রকাশ করা যায়?বিরহ প্রকাশ হয়?আনন্দে যেমন হাসি ফুঁটে উঠে,হাসি লুকোনোর চেষ্টায় চোখ চক চক করে উঠে,এক অসম্ভব ভালোলাগা পুরো চেহারা জুড়ে ছড়িয়ে পরে।তেমন কিছু কি বিরহে হয়?হয় না।বিরহ যেনো অদৃশ্য।লোকের ভীড়ে হাসিমুখের আড়ালে কতো কতো যে বিরহ লুকিয়ে থাকে তা কি আমরা জানি?নাহ, জানি না।সত্যিই কিন্তু জানিনা।

আঁখি জ্বলে ভাসে সেই বিরহ তাও খুব গোপনে।যতোটা গোপন কেও ছুঁতে পারে না, ঠিক ততোটাই গোপনে। ব্যাপারটা বড্ড নিষ্ঠুর ও বটে।তাই না?কারণ হাসি আনন্দ ভাগাভাগি করা গেলেও বিরহ যেনো অতীব একান্ত।অবশ্য এর ভাগ কেও নিচে চায় ও না।শুধু রাত্রি প্রহর ও আঁখি জল ভেসে যায় অজানায়।যেনো মুছে দেওয়ার কেও নেই।সে গ্লানি দেখার ও কেও নেই।শুধু আঁখি জলে ভাসে এ বিরহ।লুকোনোর তোড়জোড় এর ব্যস্ততা আর অন্ধকারে নিজেকে সঁপে দেওয়া দুঃখের সাগরে।মাঝেমধ্যে মনে হয়,যদি কেও থাকতো!অন্তত বিরহ গুলো দেখার মানুষটা থাকতো!হয়তো তবে বিরহেও শান্তি নামতো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83664.44
ETH 1810.37
USDT 1.00
SBD 0.99