রেনডম ফটোগ্রাফি পোস্ট - পর্ব ২৩

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা আরো কিছু ছবি শেয়ার করবো। ছবিগুলো বিশেষ কোন উদ্দেশ্য ছাড়া এমনিতেই তুলেছিলাম। ভেবেছিলাম কখনো আপনাদের সাথে শেয়ার করবো। সেই কারণে আজকে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ছবিগুলো আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাতে পারেন।

IMG_20240403_122033.jpg

আজকে নদীর পাড়ে ঘুরতে গিয়ে ছবিটি তুলেছিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন একটি নৌকায় কিছু লোক নদী পার হচ্ছে। এটা মূলত নদীর এপার থেকে চরে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। চরের মানুষজনের সাথে আমাদের শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নদী। যদিও এই ঘাটের একটু পাশেই একটা ব্রিজ তৈরি হচ্ছে। সেই ব্রিজটা তৈরি হয়ে গেলে চরের মানুষের সাথে শহরের যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে।

IMG_20240403_115155.jpg

এই ছবিটাতে দেখতে পাচ্ছেন একজন হকার রাস্তার পাশে বসে লুঙ্গি গামছা এগুলো বিক্রি করছে। গ্রাম থেকে যে সমস্ত মানুষ শহরে আসে তারা এই সমস্ত হকারের কাছ থেকে লুঙ্গি গামছা কিনে থাকে। কারণ এদের কাছে এগুলো তুলনামূলক কম দামে কিনতে পাওয়া যায়। দোকান থেকে কিনতে গেলে আপনার অনেক বেশি দাম পড়বে। এজন্য শহরের নিম্নবিত্ত মানুষেরাও এই সমস্ত জায়গা থেকে লুঙ্গি গামছা কিনে থাকে।

IMG_20240403_115421.jpg

ছবিতে একটা ভ্যানে করে তরমুজ বিক্রি করা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে বাজারে মনে হয় তরমুজের চাহিদা কমে গিয়েছে। রাস্তাঘাটে বের হলেই দেখা যায় এখন দোকানদাররা প্রচুর তরমুজ নিয়ে বসে রয়েছে। কিন্তু বেচাকেনা সে তুলনায় কম। তরমুজের দাম কমে যাওয়ার কারণে এখন বেচাকেনা বেশি হওয়ার কথা। কিন্তু কেন জানি বাজারে যে পরিমাণ তরমুজ উঠেছে সেই পরিমাণ ক্রেতা নেই। যদিও এই প্রচন্ড গরমের ভিতরে তরমুজ খেতে সবারই ভালো লাগে।

IMG_20240403_122017.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে। আমাদের শহরের সাথে চরের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো এতদিন নৌকা। যার ফলে চরাঞ্চলের মানুষজন কোন বিপদ-আপদে শহরে আসতে হলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হোতো। তবে এই ব্রিজটা হয়ে গেলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। তখন চরের লোকজন অতি দ্রুত শহরে আসতে পারবে। আবার শহরের লোকজন অতি দ্রুত চরে যেতে পারবে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---


ধন্যবাদ

Sort:  
 25 days ago 

ভাইয়া আপনার শেয়ার করা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগছে। এখানে একটি ছবি ও বর্ণনা পড়ে খুবই ভালো লাগছে। আর সেটা হলো চরবাসীদের শহরে আসার জন্য একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটা চরবাসীদের মুখে খুব সুন্দর একটি হাঁসি ফোটাবে। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। ধন্যবাদ।

 25 days ago 

বেশ অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যেখানে নৌকা নদী তাকে পরিবেশের সুন্দর চিত্র ফুটে উঠেছে। অনেক অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর একটি ফটোগ্রাফি মুলক পোস্ট দেখে। এদিকের তরমুজ বিক্রেতার তরমুজ বিক্রয়ের বিষয়টা উল্লেখ করেছেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.030
BTC 70976.53
ETH 3850.58
USDT 1.00
SBD 3.48