বসন্তের কোকিল

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এছাড়াও এমন কোন মানুষ নেই পৃথিবীতে যারা কাজ করতে গিয়ে কোন বাঁধার সম্মুখীন কখনো হয়নি। আসলে কাজ করলে যেমন বাঁধা আছে তেমনি সেই বাঁধাকে অতিক্রম করার মত মন মানসিকতাও আমাদের সব সময় তৈরি করে রাখতে হবে। আসলে মন যদি দুর্বল থাকে তাহলে আমরা কোন বাঁধাকে কেউ অতিক্রম করে যেতে পারবো না। আর মন যদি শক্ত থাকে তাহলে কোন বাঁধা আমাদের কাছে ছোট হবে না।

আমাদের এই জীবনে অনেক মানুষ আমাদের পাশে থাকে এবং আমাদের সবসময় সাহায্য করে। কিন্তু এসব মানুষ যে আমাদের উপকার অথবা ক্ষতি করবে তা আমরা বোঝার কোন উপায় নেই। যখন আমরা কোন বিপদে পড়ি তখন বুঝতে পারি যে কে আমাদের আপনজন এবং কে আমাদের ক্ষতি করে। আসলে সবাই কিন্তু বসন্তের কোকিল। কারণ সবাই আমাদের সুখের সময় পাশে থাকলেও সবাই কিন্তু আমাদের বিপদের সময় পাশে থাকে না। তারা সব সময় সুখের সময় চলে আসে এবং দুঃখের সময় চলে যায়।


তাইতো যারা দুঃখের সময় আমাদের সাথে থাকে তাদেরকে কখনো কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। কারণ তারাই আমাদের মন থেকে সব থেকে বেশি ভালবাসে। আর এমন মানুষ পৃথিবীতে পাওয়া খুবই মুশকিল। তাইতো আমাদের সব সময় অন্যের সুখের সময় নয়, অন্যের বিপদের সময় তাদের পাশে থাকা উচিত। আসলে কোন কিছুর বিনিময়ে কখনো তাকে সাহায্য করা উচিত নয়। সবসময় মনে রাখতে হবে যে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।


বসন্তের কোকিল


দিন যায় রাত আসে,

সময় যায় জীবন থেকে চলে।

কত মানুষ এলো ভবে,

কত মানুষ আবার যাবে চলে।


শুভাকাঙ্ক্ষীদের অভাব নেই,

জীবনে যদি সুখে থাকো তুমি।

একবার কখনো বিপদে পড়লে,

প্রকৃত বন্ধুকে চিনতে পারবে তখনই।


প্রকৃত বন্ধু কখনো ছেড়ে যায় না,

তারা থাকে সব সময় আমাদের পাশে।

শত দুঃখ কষ্টের মাঝেও তারা,

সরে যায় না আমাদের কাছ থেকে।


বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু,

বুঝিলাম আমি এই জীবনে।

আগে তো আমি বইয়ে পড়েছিলাম,

এখন দেখলাম আমি বাস্তবে।


জীবনে তাই বন্ধু নির্বাচন,

অনেক ভাবনা চিন্তা করে করতে হবে।

খারাপ বন্ধু থাকলে জীবনে,

তাহলে বিপদের না সীমা থাকবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 14 days ago 

জীবন চলতে গেলে সেখানে বাধার অবস্থান তো অবশ্যই বিদ্যমান। বাধা থাকবেই জীবনে। কিন্তু সেই বাধাকে অতিক্রম করার মত দৃঢ় মনোবল আমাদের মনের মধ্যে থাকতে হবে। কিছু মানুষ রয়েছেন যারা আমাদের সুখের সময় শুধু থাকে আবার কিছু আছেন যারা দুঃখের সময় পাশে থাকেন। আমাদের উচিত যারা দুঃখের সময় পাশে থাকেন তাদের কখনো পর না করা। এরকম অনুভূতি নিয়ে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কবিতার মধ্যে বাস্তবধর্মী কথাগুলো তুলে ধরেছেন আপনি।

 14 days ago 

প্রত্যেক মানুষের জীবন অতিবাহিত করতে হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। আর তার পাশাপাশি বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয়। এই যেমন সুসময়ের বন্ধু আর দুঃসময়ের বন্ধুতে কে প্রকৃত বন্ধু তখনই বোঝা যায়। অনেক সময় দেখা যায় রক্তের মানুষও বেইমানি করে। আসলে আপন বলতে কেউ হয় না, সবাই স্বার্থবাদী।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68504.89
ETH 3816.55
USDT 1.00
SBD 3.51