রেনডম ফটোগ্রাফি পোস্ট - এপিসোড ০৮

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ছবি শেয়ার করবো। ছবিগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে। বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়াই ছবিগুলো তুলেছিলাম। আশা করি ছবিগুলো আপনাদের ভালো লাগবে।

IMG_20240403_114844.jpg

ছবিতে আপনারা শাড়ি কাপড়ের একটি দোকান দেখতে পাচ্ছেন। ঈদের সময় এই সমস্ত দোকানে ব্যস্ততা বেড়ে যায় অনেক বেশি। সারা বছর এদের অল্প সল্প বেচাকেনা হয়। তবে দুই ঈদে এই সমস্ত দোকানে প্রচুর বেচাকেনা হয়ে থাকে। তারা চেষ্টা করে এই দুই ঈদের মুনাফা থেকে তাদের পুরো বছরের খরচ উঠিয়ে ফেলতে।

IMG_20240403_115405.jpg

এই ছবিটি তুলেছিলাম আমাদের শহরের একটি ব্যস্ত সড়ক থেকে। যদিও ছবিতে কোন যানবাহন দেখা যাচ্ছে না। কিন্তু বেশিরভাগ সময় এই সড়কটি যানবাহনে পরিপূর্ণ থাকে। ঈদের সময়ের ভিড়ের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে এই সড়কে যানবাহন ঢোকা বন্ধ করে দিয়েছে। একদিক থেকে এটা ভালোই হয়েছে। না হলে ঈদের সময় এই সড়কে সব সময় যানজট লেগেই থাকতো। যদিও যারা ভারী জিনিসপত্র কিনবে তাদের জন্য কিছুটা সমস্যা হয়ে গিয়েছে। কারণ তাদেরকে অনেকটা দূর ভারী জিনিসপত্র নিজেদেরকেই টেনে নিয়ে যেতে হবে।

IMG_20240405_151449_1.jpg

ছবিতে আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটার নাম মালবেরি। এই ফলটা আমি কখনো খেয়ে দেখিনি। তবে শুনেছি এটা নাকি খেতে বেশ ভালোই লাগে। কয়েকদিন আগে গ্রামের দিকে গিয়েছিলাম। সেখানে পরিচিত একজনের বাসা থেকে এই ছবিটি তুলেছিলাম। ফলটা দেখতে দারুন লাগছিলো সেজন্য দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারিনি।

IMG_20240405_161905.jpg

কয়েকদিন আগে নদীর পাড় থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিতে দেখা যাচ্ছে নদীর পাড়ে বেশ কিছু গাছ লাগানো রয়েছে। নদীর পাড়ে এরকম গাছের ছায়ায় বসে থাকতে সবারই ভালো লাগে। গ্রামের মানুষেরা দুপুরের দিকে নদীর পাড়ে এমন গাছের ছায়ায় এসে বসে থাকে। সেখানে বসে তারা আড্ডা দেয়। এরকম জায়গায় সময় কাটাতে আমারও বেশ ভালো লাগে। যদিও শহরে এই ধরনের পরিবেশ দেখা যায় না বললেই চলে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---


ধন্যবাদ

Sort:  
 14 days ago 

রেনডম ফটোগ্রাফির সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ছবি চারটি ভালো হয়েছে। তবে পোস্টে আরো ছবি যুক্ত করলে ভালো হতো। নদীর পাড়ে তোলা ছবিটি বেশ ভালো লেগেছে। রেনডম ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 14 days ago 

কাপড়ের দোকানগুলো এমনটাই দুই ঈদ এবং শীত এই তিনটার সময় তাদের বেচাকেনা মোটামুটি হয়ে থাকে তবে এই তিনটার সময়ই তারা বাকি মাছগুলোর ইনকাম তুলে নেয়। নদীর পাড়ের ঐরকম গাছের নিচে বসে কিছুটা সময় নীরবতা পালন করতে ভীষণ ভালো লাগে মনে যেন প্রশান্তি ফিরে আসে সব ক্লান্তি দূর হয়ে। ফটোগ্রাফির সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 13 days ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে আপনার ফটোগ্রাফির মধ্যে দিয়ে নতুন একটি ফল দেখলাম মালবেরি ফল। এই ফলটি আমি কখনো দেখিনি বা নামও শুনিনি। আপনাদের পোষ্টের মাধ্যমে ফলটির সাথে পরিচিত হতে পারলাম, বেশ ভালো লাগলো ফলটি দেখে। যাইহোক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68362.67
ETH 3798.22
USDT 1.00
SBD 3.49