নির্মল সবুজ প্রকৃতির ফটোগ্রাফি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ14 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও গরম আবার ফিরে আসার চেষ্টা করছে এবং হৃদয়ের অস্থিরতা কিংবা বৃষ্টির আকাংখা পুনরায় বাড়তে শুরু করেছে। অবশ্য গতকাল পরিবেশ বেশ শীতল ছিলো যদিও বৃষ্টি হয় নাই। আসলে সবুজ প্রকৃতি কিংবা সুন্দর প্রকৃতি আমাদের জন্য এবং আমাদের জীবন ধারনের জন্য কতটা জরুরী সেটা এবার সবাই বেশ হাড়ে হাড়ে টের পেয়েছি। তার সাথে সাথে প্রকৃতির সৌন্দর্য কিংবা সবুজ প্রকৃতি ধ্বংসের ভয়াবহ কি রকম হতে পারে সেটাও আমরা বেশ ভালোই উপলব্ধি করেছি। তবে কথা হলো সেই উপলব্ধিটা আমরা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারবো সেটা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।

কারন আমরা হুজুগে বাঙালি, হুজুগ যতক্ষণ থাকে ততক্ষণ আমাদের মাঝে আগ্রহ থাকে এবং বিষয়টি নিয়ে আমরা হৈ চৈ করি কিন্তু তারপর আস্তে আস্তে সব আগের মতো হয়ে যায়। এটা এখন শুধু আমরা বলি না বরং বিদেশী কিংবা ভিনদেশী মানুষেরাও বলে থাকে, কথা প্রসঙ্গে আমাদের খোঁচা দিয়ে থাকে। কারণ আমাদের বৈশিষ্ট্যটা তারা বেশ ভালোই বুঝতে পেরেছেন। আসলেই আমরা যা করি না বুঝেই করি আবার যা করি না তার গুরুত্ব বুঝেও উদাসহীন থাকি, হুট করে কোন কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ি আবার সেটা সম্পূর্ণ না করেই অন্য কিছু নিয়ে মেতে উঠি।

IMG_20240405_112622.jpg

বাস্তবতা আমাদের বার বার চোখে আঙ্গুল দিয়ে শেখাচ্ছে, আমাদের সমস্যা কিংবা দুর্বলতাগুলোকে সামনে এনে দিচ্ছে কিন্তু তবুও আমরা সচেতন হচ্ছি না কিংবা নিজেদের উপলব্ধিগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করছি না। যার কারনে ভুলের জায়গায় ভুলই রয়ে যাচ্ছে, উপলব্ধির জায়গায় পুরাতনগুলো মুছে নতুনভাবে নতুন কিছু তৈরী হচ্ছে। কিন্তু হুজুগের সাথে যদি জোস থাকতো এবং সেটাকে প্রতিটি ক্ষেত্রে পূর্ণতা দিতে পারতাম, তাহলে হয়তো এমনটা হতো না। এখানে আমার বসের একটা কথা আবারও মনে পড়ে গেলো, সেটা হলো আমরা শুরুটা করি যথাযথভাবে কিন্তু শেষটা কখনো সেভাবে করতে পারি না, মাঝেই খেই হারিয়ে ফেলি।

IMG_20240405_112601.jpg

IMG_20240405_112716.jpg

যাইহোক, আজকে প্রকৃতির সবুজ ও নির্মল কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তাই শুরুতেই কিছু নীতি কথা ও প্রকৃতি গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি, সেই সাথে আমাদের মানসিকতা নির্মম বিষয়টির কিছুটা ইঙ্গিত দেয়ার চেষ্টা করেছি। যদিও তাতে আমাদের কিছুই আসে যায় না, আমরা যেমন বই পড়ি কিন্তু সেখান হতে কিছু শিখি না, বাস্তব জীবনে সেখান হতে কিছু কাজে লাগাতে পারি না। কারন পড়ার সময় আমাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র পরীক্ষায় পাস করে যাওয়া, এর বাহিরে কিছুই আমাদের মাথায় আসে না।

IMG_20240405_112634.jpg

IMG_20240405_112649.jpg

IMG_20240405_112701.jpg

সবুজ নির্মল এই দৃশ্যগুলো সত্যি সেদিন আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিলো, যদিও এই দৃশ্যগুলো আমার শ্বশুড়বাড়ির গ্রামের দৃশ্য। মাঝে মাঝে আমি যাই তবে খুব বেশী সময়ের জন্য না বরং সকালে গেলে আবার বিকালে ফেরত চলে আসি। গ্রামটা সত্যি দারুণ ও মুগ্ধকর, সবুজ প্রকৃতির সজীবতা দারুণভাবে হৃদয়কে সতেজ করে দেয়। ফটোগ্রাফিগুলো করার সময় দারুণ একটা মুগ্ধতা আমার হৃদয়ে চলে আসছিলো। যার কারনে সেদিন বেশ পরিমানে হেঁটেছিলাম গ্রামের সড়ক ধরে, তারপর বেশ পরিমানে ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20240405_112729.jpg

IMG_20240405_112738.jpg

সড়কের দুই পাশে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ, ফসলের বিস্তৃত ধানের জমি, সবুজ গাছের সমারোহ এবং ছোট বড় অসংখ্য পুকুর মুগ্ধতা দারুণভাবে বাড়িয়ে দিয়েছিলো। এমন সুন্দর দৃশ্য অবশ্য এখন সকল গ্রামে দেখা যায় না আগের মতো, কারন মানুষ কেন জানি ধীরে ধীরে কৃষিকাজ হতে দূরে সরে যাচ্ছে। আরো একটা জিনিষ বেশ ভালো লেগেছিলো সেটা হলো প্রায় প্রতিটি বাড়িতে খড়ের গাদা দেখেছি, তারমানে হলো অধিকাংশ বাড়িতে এখনো গরু পালন করছে এবং যার কারনে বড় বড় সাইজের খড়ের গাদা তৈরী করে রেখেছে। হাঁটতে হাঁটতে মনে হলো শৈশবের সেই অতীতে ফিরে যাচ্ছি।

তারিখঃ এপ্রিল ০৫, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 14 days ago 

কয়েকদিন ভালোই ঠান্ডা আবহাওয়া উপভোগ করার পর আবার প্রচন্ড গরম শুরু হয়ে গিয়েছে। আবার দুইদিন ঠান্ডা আবহাওয়া বিরাজমান আমাদের এখানে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু অন্যান্য জায়গায় বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আবহাওয়া বিরাজমান । প্রকৃতির এই খারাপ পরিস্থিতির জন্য আমরাই দায়ী। যেটা ভালোভাবেই টের পাচ্ছি কিন্তু আবার আমরাই ভুলে যাবো কয়েকদিন পর। আমাদের যে কার্যকরী ভূমিকা রাখা উচিত। যেটা আমরা মুখে মুখেই বলে যাচ্ছি প্রকৃতি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। অনেক সুন্দর মুহূর্ত ছিল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 14 days ago 

সবুজ প্রকৃতির এই দৃশ্যগুলো সত্যিই অসাধারণ। সবুজ প্রকৃতির দৃশ্য গুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। শহরের এই সবুজ প্রকৃতির দৃশ্য গুলো দেখতে পাওয়া যায় না। গ্রামাঞ্চলে যেন এখনো সবুজ প্রকৃতি টিকিয়ে রয়েছে, তাই সবুজ প্রকৃতির এই মুহূর্তগুলো আরো প্রকৃতির সৌন্দর্যময় ও বৃদ্ধি করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং এই প্রকৃতির বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর কিছু কথা ও অপরূপ সবুজে ঘেরা দৃশ্য গুলো ফটোগ্রাফি দেখতে পেলাম। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

 14 days ago 

প্রকৃতির সবুজ দৃশ্যগুলো দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আর এই সবুজ প্রকৃতির মুহূর্তগুলো আপনি আজকে শেয়ার করেছেন। খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আসলে সবুজ দৃশ্য দেখলেই যেন ভাল লাগে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করতে অনেক ভোলা থেকে লাগে। এই দৃশ্য দেখে গ্রামের অপরূপ সৌন্দর্যময় সবুজের মুহূর্তগুলো যেন আমার খুবই মনে পড়ে গেল। আর গ্রামের এই সবুজ দৃশ্যগুলো যেন আমার ভ্রমন করতে ইচ্ছা করলো।

 14 days ago 

সবুজ প্রকৃতির যেকোনো ধরনের ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে, আর আপনার নির্মল সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার শ্বশুর বাড়ির গ্রামের সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি মনোমুগ্ধকর। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক সুন্দর লেগেছে এমন সব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বাস্তবতা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমাদের ভুলগুলো। আর আমাদের ভুলগুলোর জন্যই আমরা এখন শাস্তি পাচ্ছি। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে এখন আমরা বুঝতে পারছি আমরা নিজেদের কতটা ক্ষতি করেছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর পরিবেশ দেখলে শৈশবের অনেক কথাই মনে পড়ে যায়। দারুন একটি পোস্ট শেয়ার করে আমাদেরকে পড়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 14 days ago 

প্রকৃতি আমাদের উপর যেভাবে প্রতিশোধ নিচ্ছে, এতে করে বলাই যায় যে, আমরা যদি এখন বেশি বেশি গাছ না লাগাই,তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আমাদের জন্য। যাইহোক সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ভাই। সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। এমন পরিবেশে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগে। শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে দারুণ সময় কাটিয়েছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 13 days ago 

সবুজ প্রকৃতি দৃশ্য গুলো দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়। মনে হয় চোখে একটু শান্তি বিরাজ করছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আমাদের সবার নজর কাড়ে। আর ইট পাথর ঘেরা শহর যতই সুন্দর হোক না কেন প্রকৃতির সুন্দর্যের কাছে হার মানতেই হবে। প্রকৃতির এই খারাপ পরিস্থিতির জন্য আমরাই দায়ী।তাইতো আমাদের সঠিক সময়ে প্রচুর গাছ লাগাতে হবে। আর প্রকৃতির ব্যাপারে অনেক সচেতন থাকতে হবে।অনেক ভালো লাগলো ভাইআপনার পোস্ট পড়ে ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

সবুজ প্রকৃতির দেখতে ও তার মাঝে সময় কাটাতে আমার বরাবরই ভালো লাগে।আমি আপনার কথার সঙ্গে একমত আসলেই হুজুগে বাঙালি।সাময়িক বিষয় নিয়ে সবাই মেতে ওঠে তারপর নিস্তেজ হয়ে পড়ে।যাইহোক আপনার শ্বশুড়বাড়ির গ্রামের দৃশ্য তো সবুজে সবুজময়, যেটা দেখেই মন জুড়িয়ে গেল।ফটোগ্রাফিগুলি দারুণ ছিল,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69000.61
ETH 3825.74
USDT 1.00
SBD 3.48